১০০ পর্ব পার ‘উড়ন তুবড়ি’র
দেখতে দেখতে ১০০ পর্ব পার করে ফেলল ‘উড়ন তুবড়ি’। সঙ্গে তুবড়ি আর অর্জুনের টক-ঝাল-মিষ্টি রসায়নও। কেক কেটে জমিয়ে উদ্যাপনে মাতল গোটা দল।
কিন্তু টিআরপি যে এখনও তলানিতে! সপ্তাহের রেটিং তালিকা তেমনটাই বলছে। রোজ ১৪ ঘণ্টা শ্যুটিং, হাড়ভাঙা পরিশ্রম। এতগুলো পর্ব পেরিয়েও তবু দর্শক মনে এখনও জায়গা করে উঠতে পারছে না টিম ‘উড়ন তুবড়ি’।
১০০ পর্বে পৌঁছে বিষয়টা কি ভাবাচ্ছে ‘তুবড়ি’ ওরফে সোহিনী বন্দ্যোপাধ্যায়কে? আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানান, টিআরপির নম্বর তাঁকে খুব বেশি বিচলিত করে না।
১০০ পর্ব উদ্যাপন
সোহিনীর কথায়, “আমরা জানি নিজেদের ১০০ শতাংশ দিতে হবে। তাই কখনও টিআরপি কমে যাওয়া নিয়ে হতাশ হই না। আবার টিআরপি বেড়ে গেলেও খুব উচ্ছ্বসিত হই না।”
এখন তাঁর ধ্যানজ্ঞান শুধুই ‘উড়ন তুবড়ি’। তলানিতে থাকা টিআরপিকে গুরুত্ব দিতেও নারাজ। বরং সবাই মিলে এক দিন জমিয়ে খাওয়াদাওয়াও হবে, জানালেন সোহিনী। ‘তুবড়ি’-রূপে আগামী দিনে দর্শকের মন কতটা জয় করতে পারেন, এখন তা দেখার অপেক্ষা।