দিওয়ানা ম্যায় দিওয়ানা: <br> ছবিটি মুক্তি পেতে সময় লেগেছিল ১০ বছর। ছবিতে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া ও গোবিন্দা। তবে ছবিতে নেগেটিভ চরিত্র <br> করেছিলেন গোবিন্দা। ২০০৩-এ শুটিং শুরু হলেও ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩-তে।
রাশ: <br> ইমরান হাশমি ও নেহা ধুপিয়া ছিলেন এই ছবিতে। মুক্তি পেয়েছিল শুটিং শেষ হওয়ার ২ বছর পর। ২০১০-এর এই <br> ছবিতে ছিলেন সাগরিকা ঘাটগে-কেও। কিন্তু পরিচালক শামিম <br> দেশাইয়ের মৃত্যুর জন্য পিছিয়ে গিয়েছিল মুক্তির দিন। অবশেষে শামিমের স্ত্রী প্রিয়ঙ্কা দেশাই শেষ করেন ছবির <br> কাজ। যদিও ২০১২-তে মুক্তি পাওয়া ‘রাশ’ একেবারেই চলেনি বক্স অফিসে।
আশিয়ান: <br> ২ বছর পর মুক্তি পেয়েছিল আশিয়ান। জন আব্রাহাম এবং সোনাল সেহগল ছিলেন ছবিতে। পোস্ট প্রডাকশন <br> বিভিন্ন সমস্যার জন্য পিছিয়ে গিয়েছিল এই ছবির মুক্তি।
মিলেঙ্গে মিলেঙ্গে: <br> শুটিং শেষ হওয়ার ছয় বছর পর মুক্তি পেয়েছিল করিনা কপূর ও শহিদ কপূর অভিনীত মিলেঙ্গে মিলেঙ্গে। যদিও বক্স <br> অফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি। ২০০৪-এ শুটিং শুরু হলেও ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০-এ।
সনম তেরি কসম: <br> ১৫ বছর লেগেছিল এই ছবিকে দিনের আলো দেখতে। সইফ আলি খান ও পূজা ভট্ট ছিলেন এই ছবিতে। শুটিং <br> শুরু হয়েছিল ১৯৯৪-এ। কিন্তু আইনি ঝামেলার জন্য পিছিয়ে গিয়েছিল এই ছবির শুটিং।
মেহবুবা: <br> আট বছর পর মুক্তি পেয়েছিল অজয় দেবগণ, মণিষা কৈরালা ও সঞ্জয় দত্ত অভিনীত এই ছবি। ২০০০ সালে <br> ছবির কাজ শুরু হলেও মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। এবং যথারীতি তেমন ব্যবসা করেনি।
শাদি করকে ফাস গ্যয়া ইয়ার: <br> চার বছর পর মুক্তি পেয়েছিল সলমন খান ও শিল্পা শেট্টি অভিনীত এই ছবি। তবে ছবির শুটিংয়ের সময় এর নাম ছিল <br> ‘দিল চুরা কে চল দিয়ে’। ২০০২-এ ছবির কাজ শুরু হলেও প্রোডাকশনের কিছু সমস্যার <br> জন্য তা মুক্তি পেয়েছিল ২০০৬-এ। বলাই বাহুল্য একেবারেই চলেনি এই ছবি।
ইয়ে লমহে জুদাই কে: <br> এই ছবিকে দর্শকদের সামনে আনতে সময় লেগেছিল ১০ বছর। ১৯৯৪-এ শুটিং শুরু হলেও এই ছবি মুক্তি পেয়েছিল ২০০৪-এ। <br> ছবিতে ছিলেন শাহরুখ খান ও রবিনা টন্ডন। শোনা যায় <br> নায়ক-নায়িকার মধ্যে কিছু সমস্যার কারণে এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছিল।
হম তুমহারে হ্যায় সনম: <br> শাহরুখ, সলমন ও মাধুরি দীক্ষিত অভিনীত এই ছবিও পাঁচ বছর পর মুক্তি পেয়েছিল। তবে দেরিতে মুক্তি পেলেও <br> বক্স অফিসে ভালই চলেছিল ‘হম তুমহারে হ্যায় সনম’। যদিও আগে এই ছবির প্রথমে নাম ছিল ‘হম আপকে হ্যায় সনম’। <br> পরে নাম পরিবর্তন করা হয়েছিল। ২০০২-এ মুক্তি পেয়েছিল এই ছবি।
আতঙ্ক হি আতঙ্ক: <br> তিন বছর পর মুক্তি পেয়েছিল রজনীকান্ত ও আমির খান অভিনীত এই ছবি। প্রথমে ছবির নাম ছিল ‘আতঙ্ক’। অভিনয় <br> করার কথা ছিল সানি দেওলের। পরে ছবির নায়ক ও নাম দু’টোই পরিবর্তিত হয়েছিল। <br> ১৯৯৫-এ মুক্তি পেয়েছিল এই ছবি। মাল্টি স্টারার ফ্লিম হলেও তেমন সাড়া মেলেনি এই ফিল্ম থেকে।