বলিউডের এই ফিল্মগুলি তৈরি করতে এত সময় লেগেছিল!

একটাই ছবি। তবু কোনওটার পিছনে ব্যয় হয়েছে এক দশক, কোনওটা মুক্তি পেতে সময় নিয়েছে দেড় দশক। এতদিন ধরে মাত্র একটি ছবি! তার মানে নিশ্চয়ই সুপার ডুপার হিট? একেবারেই তেমনটা নয় কিন্তু। কোনওটা হয়তো পড়েছিল আইনি জটিলতায়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ১১:৫৪
Share:
০১ ১০

দিওয়ানা ম্যায় দিওয়ানা: <br> ছবিটি মুক্তি পেতে সময় লেগেছিল ১০ বছর। ছবিতে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া ও গোবিন্দা। তবে ছবিতে নেগেটিভ চরিত্র <br> করেছিলেন গোবিন্দা। ২০০৩-এ শুটিং শুরু হলেও ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩-তে।

০২ ১০

রাশ: <br> ইমরান হাশমি ও নেহা ধুপিয়া ছিলেন এই ছবিতে। মুক্তি পেয়েছিল শুটিং শেষ হওয়ার ২ বছর পর। ২০১০-এর এই <br> ছবিতে ছিলেন সাগরিকা ঘাটগে-কেও। কিন্তু পরিচালক শামিম <br> দেশাইয়ের মৃত্যুর জন্য পিছিয়ে গিয়েছিল মুক্তির দিন। অবশেষে শামিমের স্ত্রী প্রিয়ঙ্কা দেশাই শেষ করেন ছবির <br> কাজ। যদিও ২০১২-তে মুক্তি পাওয়া ‘রাশ’ একেবারেই চলেনি বক্স অফিসে।

Advertisement
০৩ ১০

আশিয়ান: <br> ২ বছর পর মুক্তি পেয়েছিল আশিয়ান। জন আব্রাহাম এবং সোনাল সেহগল ছিলেন ছবিতে। পোস্ট প্রডাকশন <br> বিভিন্ন সমস্যার জন্য পিছিয়ে গিয়েছিল এই ছবির মুক্তি।

০৪ ১০

মিলেঙ্গে মিলেঙ্গে: <br> শুটিং শেষ হওয়ার ছয় বছর পর মুক্তি পেয়েছিল করিনা কপূর ও শহিদ কপূর অভিনীত মিলেঙ্গে মিলেঙ্গে। যদিও বক্স <br> অফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি। ২০০৪-এ শুটিং শুরু হলেও ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০-এ।

০৫ ১০

সনম তেরি কসম: <br> ১৫ বছর লেগেছিল এই ছবিকে দিনের আলো দেখতে। সইফ আলি খান ও পূজা ভট্ট ছিলেন এই ছবিতে। শুটিং <br> শুরু হয়েছিল ১৯৯৪-এ। কিন্তু আইনি ঝামেলার জন্য পিছিয়ে গিয়েছিল এই ছবির শুটিং।

০৬ ১০

মেহবুবা: <br> আট বছর পর মুক্তি পেয়েছিল অজয় দেবগণ, মণিষা কৈরালা ও সঞ্জয় দত্ত অভিনীত এই ছবি। ২০০০ সালে <br> ছবির কাজ শুরু হলেও মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। এবং যথারীতি তেমন ব্যবসা করেনি।

০৭ ১০

শাদি করকে ফাস গ্যয়া ইয়ার: <br> চার বছর পর মুক্তি পেয়েছিল সলমন খান ও শিল্পা শেট্টি অভিনীত এই ছবি। তবে ছবির শুটিংয়ের সময় এর নাম ছিল <br> ‘দিল চুরা কে চল দিয়ে’। ২০০২-এ ছবির কাজ শুরু হলেও প্রোডাকশনের কিছু সমস্যার <br> জন্য তা মুক্তি পেয়েছিল ২০০৬-এ। বলাই বাহুল্য একেবারেই চলেনি এই ছবি।

০৮ ১০

ইয়ে লমহে জুদাই কে: <br> এই ছবিকে দর্শকদের সামনে আনতে সময় লেগেছিল ১০ বছর। ১৯৯৪-এ শুটিং শুরু হলেও এই ছবি মুক্তি পেয়েছিল ২০০৪-এ। <br> ছবিতে ছিলেন শাহরুখ খান ও রবিনা টন্ডন। শোনা যায় <br> নায়ক-নায়িকার মধ্যে কিছু সমস্যার কারণে এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছিল।

০৯ ১০

হম তুমহারে হ্যায় সনম: <br> শাহরুখ, সলমন ও মাধুরি দীক্ষিত অভিনীত এই ছবিও পাঁচ বছর পর মুক্তি পেয়েছিল। তবে দেরিতে মুক্তি পেলেও <br> বক্স অফিসে ভালই চলেছিল ‘হম তুমহারে হ্যায় সনম’। যদিও আগে এই ছবির প্রথমে নাম ছিল ‘হম আপকে হ্যায় সনম’। <br> পরে নাম পরিবর্তন করা হয়েছিল। ২০০২-এ মুক্তি পেয়েছিল এই ছবি।

১০ ১০

আতঙ্ক হি আতঙ্ক: <br> তিন বছর পর মুক্তি পেয়েছিল রজনীকান্ত ও আমির খান অভিনীত এই ছবি। প্রথমে ছবির নাম ছিল ‘আতঙ্ক’। অভিনয় <br> করার কথা ছিল সানি দেওলের। পরে ছবির নায়ক ও নাম দু’টোই পরিবর্তিত হয়েছিল। <br> ১৯৯৫-এ মুক্তি পেয়েছিল এই ছবি। মাল্টি স্টারার ফ্লিম হলেও তেমন সাড়া মেলেনি এই ফিল্ম থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement