ডব্লিউবিএনইউজেএস। সংগৃহীত ছবি।
সল্টলেকের ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস)-এ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের তরফে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষাকর্মীর বিভিন্ন পদমর্যাদায় নিয়োগ হবে। এর জন্য আগ্রহীদের অফলাইন এবং অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো-র মতো অ্যাকাডেমিক পদে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি ফিন্যান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সিকিউরিটি অফিসার, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট-এর মতো শিক্ষাকর্মী পদেও নিয়োগ হবে। শিক্ষকতার পদগুলিতে মোট শূন্যপদ কত, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। অন্যদিকে, শিক্ষাকর্মীর পদগুলিতে মোট শূন্যপদ রয়েছে চারটি। শিক্ষকতার পদগুলিতে আবেদনের জন্য কোনও বয়ঃসীমার কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। অন্যদিকে, শিক্ষাকর্মীর বিভিন্ন পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ বা ৫০ বছর। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো পদে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে যথাক্রমে ১,৪৪,২০০ টাকা, ১,৩১,৪০০ টাকা, ৫৭,৭০০ টাকা এবং ৫০,০০০ টাকা প্রতি মাসে। একই ভাবে বাকি পদগুলিতে নিযুক্তদের বেতনক্রমও মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতি ক্ষেত্রে আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। বিভিন্ন পদের জন্য কর্মী বাছাই করা হবে ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে।
শিক্ষকতার পদে আবেদনের জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। অন্যদিকে, শিক্ষাকর্মী পদে আবেদনের জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নির্ধারিত ঠিকানা বা মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ১৫০০ এবং ২০০০ টাকা জমা দিতে হবে। পদগুলিতে আবেদনের শেষ দিন আগামী ২৯ ফেব্রুয়ারি। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।