Allopathic Doctor Recruitment in FRI

চিকিৎসক পদে নিয়োগ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে, জেনে নিন আবেদনের নিয়মাবলি

দেহরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের নিউ ফরেস্ট হসপিটালে অ্যালোপ্যাথিক চিকিৎসক (জেনারেল ফিজিশিয়ান) প্রয়োজন। অভিজ্ঞতার নিরিখে মিলবে বেতন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১৪:১১
Share:

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, দেহরাদুন। ছবি: সংগৃহীত

এমবিবিএস ডিগ্রিপ্রাপ্তদের জন্য কাজের সুযোগ। এমন প্রার্থীদের সন্ধানে দেহরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের নিউ ফরেস্ট হসপিটালে অ্যালোপ্যাথিক চিকিৎসক (জেনারেল ফিজিশিয়ান) প্রয়োজন। নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

কেন্দ্র কিংবা রাজ্য মেডিক্যাল কাউন্সিল অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিদের এই পদে নিয়োগ করা হবে। ওই ডিগ্রির সঙ্গে প্রার্থীদের জেনারেল ফিজিশিয়ান হিসেবে কেন্দ্র কিংবা রাজ্য সরকারি হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার।

Advertisement

বয়স:

অনূর্ধ্ব ৫০ বছর বয়সি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

কী ভাবে নিয়োগ হবে?

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে প্রার্থী নিয়োগ করা হবে।বেতন:অভিজ্ঞতার নিরিখে মাসে ৫৯ হাজার থেকে ৭৫ হাজার টাকা আয়ের সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থী।

১৮ জুলাই, ২০২৩-এ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের দেহরাদুন ক্যাম্পাসে সকাল সাড়ে ৯টার মধ্যে আগ্রহী প্রার্থীদের উপস্থিত হতে হবে। বেলা ১১টা থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক। অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement