ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, কলকাতা। ছবি: সংগৃহীত।
অডিটের কাজে দক্ষ ব্যক্তিদের রাজ্য সরকার নিয়োগ করবে। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ হেল্থ সার্ভিসেসের অধীনস্থ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ইন্টারনাল অডিট উইংগের জন্য কর্মী নিয়োগ করা হবে। ওই বিভাগে সিনিয়র অডিট অফিসার এবং অডিট অফিসার প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
প্রাথমিক ভাবে এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। পরবর্তীকালে কাজের চাহিদা অনুযায়ী পদের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। এই পদে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেস-এর অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হবে। তাঁদের বয়স ৬৪ বছর বয়সের মধ্যে হতে হবে।
মোট তিনটি পদের জন্য ওই বিভাগে কর্মী প্রয়োজন। আবেদনকারীদের সরকারি দফতরে পূর্বে অডিট কিংবা ইন্টারনাল অডিট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র হিসাবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফর্মটি পূরণ করে তা জমা দিতে হবে।
পূরণ করা ফর্মটির সঙ্গে জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বন্ধ খামে পাঠাতে হবে। স্বাস্থ্য ভবনের ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। ১২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট পদের জন্য আবেদন গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে হলে আগ্রহীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।