Recruitment in NFDC 2025

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে কাজের সুযোগ, শূন্যপদ ১১

কর্মস্থল হবে দিল্লি ও মুম্বই। আসন সংখ্যা ১১টি। সব ক’টি পদেই চুক্তিভিত্তিক স্বল্প সময়ের জন্য কাজের সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৫:০৫
Share:
এনএফডিসি।

এনএফডিসি। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএফডিসি)-এ রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে দিল্লি ও মুম্বই। আসন সংখ্যা ১১টি।

Advertisement

দু’জন সিনিয়র প্রোগ্রামার নিয়োগ করা হবে। আবেদনের জন্য গণজ্ঞাপন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। প্রার্থীর বেতন মাসে ৮০ হাজার টাকা। এক জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। যাঁর বেতন মাসে ৭০ হাজার টাকা। আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স / সিস্টেম ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক যোগ্যতা থাকতে হবে। এক জন সিনিয়র এগজ়িকিউটিভ (অ্যাকাউন্টস ও অ্যাডমিনিস্ট্রেশন) নিয়োগ করা হবে। স্নাতক যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। মাসে বেতন মিলবে ৬৫ হাজার টাকা। এক জন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। গণজ্ঞাপনে স্নাতক হওয়া চাই। ৫৫ হাজার টাকা মাসে বেতন দেওয়া হবে। দু’জন অ্যাসোসিয়েট ফিল্ম প্রোগ্রামার নিয়োগ করা হবে। ৭০ হাজার টাকা মাসে বেতন দেওয়া হবে। ইভেন্ট ম্যানেজমেন্ট/ সিনেমা স্টাডিজ়/ ফিল্ম মেকিং-এ স্নাতক হওয়া চাই। চার জন ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। যাঁদের মাসে বেতন হবে ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রেও ইভেন্ট ম্যানেজমেন্ট/ সিনেমা স্টাডিজ়/ ফিল্ম মেকিং-এ স্নাতক হতে হবে। সব ক’টি পদেই চুক্তিভিত্তিক স্বল্প সময়ের জন্য কাজের সুযোগ রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১০ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement