MU Recruitment 2025

গবেষণা প্রকল্পে কাজের সুযোগ মণিপুর বিশ্ববিদ্যালয়ে, কোন কোন পদে নিয়োগ?

‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৪:১৩
Share:
মণিপুর বিশ্ববিদ্যালয়।

মণিপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

মণিপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে। ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রতি মাসে সাম্মানিক পাবেন ৩৭ হাজার টাকা। ফিল্ড ইনভেস্টিগেটর পাবেন ২০ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে পিএইচডি/ এমফিল ডিগ্রি থাকতে হবে। যদি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হন তা হলেও আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে মণিপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ৫ মে ’২৫ পর্যন্ত। নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মণিপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement