যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
একটি কেন্দ্রীয় প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা সংক্রান্ত কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কিম ফর ট্রান্সফরমেশনাল অ্যান্ড অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (স্টার্স)-এর অর্থ সহায়তায় পরিচালিত হবে। প্রকল্পের নাম— ‘আইডেন্টিফিকেশন অ্যান্ড কন্ট্রোল অফ ইনস্টেবিলিটিজ় ইন ন্যাচরাল সার্কুলেশন লুপস (এনসিএলস) ইন থার্মাল অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ইউজ়িং ডায়নামিক্যাল সিস্টেমস থিওরি’।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে একটি। প্রাথমিক ভাবে এই কাজের জন্য দু’বছরের মেয়াদে প্রার্থী নিয়োগ করা হবে। পরে নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি। জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তির ফেলোশিপের পরিমাণ হবে ৩১,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও প্রতি মাসে বাড়িভাড়া বাবদ ২৪ শতাংশ ভাতা মিলবে।
আবেদনকারীদের মেকানিক্যাল/ পাওয়ার/ কেমিক্যাল/ নিউক্লিয়ার/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমই বা এমটেক-এ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি গেট-এও উত্তীর্ণ হতে হবে।
আগামী ৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টেয় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে সংগৃহীত আবেদনপত্র পূরণ করে এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।