ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা। সংগৃহীত ছবি।
কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ ট্রেনি বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি প্রকাশ করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। শিক্ষানবিশদের অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে। অনলাইনে এর জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়ে আবেদন প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের স্যাম্পলিং অ্যান্ড অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স ইউনিট এবং অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স ইউনিটের তরফে এই নিয়োগ করা হবে। দু’টি ইউনিটের দ্বারা আয়োজিত অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স এবং ইকনমেট্রিক্স-এর ‘অন দ্য জব ট্রেনিং প্রোগ্রাম’-এর জন্য নিয়োগ করা হবে স্ট্যাটিস্টিক্যাল ট্রেনি। মোট শূন্যপদের সংখ্যা ৬। আগ্রহীদের বয়স ৩০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। নিযুক্তদের মাসিক বেতন হবে ২৫,০০০ টাকা। প্রাথমিক ভাবে প্রার্থীদের পরের বছরের ৩১ মার্চ পর্যন্ত নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে এবং প্রজেক্ট ফান্ডের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়তেও পারে।
আবেদনের জন্য প্রার্থীদের স্ট্যাটিস্টিক্স/ ইকনোমেট্রিক্সের মাস্টার্স ডিগ্রির সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং এবং স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজের পেশাদারি অভিজ্ঞতা থাকা জরুরি। ২০২৩-এ যাঁরা এমএসসি পাশ করবেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
আগামী ২০ জুলাই অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। তার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতে জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ জুলাই। এই বিষয়ে প্রার্থীরা আরও বিস্তারিত জানতে পারবেন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।