আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।
রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর অধীনস্থ শ্যামাপ্রসাদ মুখার্জি সুপারস্পেশালিটি হাসপাতালে কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। হাসপাতালে পূর্ণ সময়ের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
হাসপাতালে কনসালট্যান্ট/ সিনিয়র রেজিস্ট্রার এবং জুনিয়র রেজিস্ট্রার পদে কর্মীদের নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৫২। হাসপাতালের জেনারেল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, জেনারেল সার্জারি-সহ বিভাগে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মীদের কাজ করতে হবে। পদগুলিতে প্রাথমিক ভাবে তিন বছরের জন্য নিয়োগ করা হবে কর্মীদের। এর পর তাঁদের কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
কনসালট্যান্ট/ সিনিয়র রেজিস্ট্রার এবং জুনিয়র রেজিস্ট্রার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে ৫০ এবং ৪০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে কনসালট্যান্ট/ সিনিয়র রেজিস্ট্রার এবং জুনিয়র রেজিস্ট্রার পদে নিযুক্তদের পারিশ্রমিক মিলবে যথাক্রমে ১,৫০,০০০-২,৫০,০০০ টাকা এবং ১,০০,০০০-১,২০,০০০ টাকা প্রতি মাসে।
দু’টি পদে আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। আগামী ১৪ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।