প্রতীকী চিত্র।
ধানবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইন্ডিয়ান স্কুল অফ মাইনস বা আইএসএম)-তে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের জিয়োলজি, অ্যাপ্লায়েড জিয়োফিজিক্স, কেমস্ট্রি এবং কেমিক্যাল বায়োলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-সহ অন্যান্য বিভাগে এই পদগুলিতে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে রয়েছে ৭১টি। প্রতিটি পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকা দরকার। পাশাপাশি প্রফেসর পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে ১০ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে ছ’বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রফেসর পদে প্রতি মাসে বেতন হবে ১,৫৯,১০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে বেতন ১,৩৯,৬০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা পাবেন ১০,১৫০০ টাকা।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে আইআইটি (আইএসএম) ধানবাদের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৭ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি (আইএসএম) ধানবাদের ওয়েবসাইটটি দেখতে পারেন।