ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারের অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনে হিন্দি ট্রান্সলেটর নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে অনুবাদক হিসাবে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
এই কাজের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৫ মার্চ। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।