ICAR Jobs 2025

১০টি পদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট

ইমেল মারফত আবেদন গ্রহণ করা হবে। বাছাই করা প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৫:১০
Share:
Indian Agricultural Research Institute.

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের নয়া দিল্লির ক্যাম্পাসে কাজের জন্য প্রিন্সিপাল প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র রিসার্চ ফেলো, ইয়ং প্রফেশনাল এবং ফিল্ড-কাম ল্যাব ওয়ার্কার পদে মোট ১০ জনকে নিয়োগ করা হবে।

Advertisement

নিযুক্তের জন্য প্রতি মাসে ১৮ হাজার টাকা থেকে ৪৯ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক ভাবে নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁকে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট পদে দ্বাদশ উত্তীর্ণ থেকে শুরু সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, অ্যাগ্রোনমি, ন্যাচরাল রিসোর্সেস ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

আগ্রহীদের অনলাইনে ইমেল মারফত আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement