প্রতীকী ছবি।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ স্বশাসিত ব্যাঙ্কে চাকরির সুযোগ। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (আইটি), রিসার্চ অ্যাসোসিয়েট, হিন্দি অফিসার, ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস), অ্যানালিস্ট প্রোগ্রামার-এএসপি.নেট, অ্যানালিস্ট প্রোগ্রামার- পাইথন পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতিটি পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা আলাদা। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। মুম্বইতে হবে কর্মস্থল। প্রফেসর পদে প্রতি মাসে ২,৯২,৪০৭.০০ টাকা বেতন দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (আইটি), হিন্দি অফিসার, ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস) পাবেন ১,৯০,৪৫৫.০০ টাকা। রিসার্চ অ্যাসোসিয়েটের বেতন হবে ৮৪,৮৭৩.০০ টাকা। অ্যানালিস্ট প্রোগ্রামার-এএসপি.নেট, অ্যানালিস্ট প্রোগ্রামার- পাইথন পদে বেতন হবে ৩৫,৪০০.০০ টাকা।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর টাকা জমা দিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। ১২ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়া শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।