WB Health Recruitment 2023

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়োগ, কারা আবেদন করবেন?

বসিরহাট জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে ওই পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৬
Share:

প্রতীকী ছবি।

রাজ্য সরকারের সঙ্গে কাজ করার সুযোগ। চুক্তির মাধ্যমে বসিরহাট জেলা হাসপাতাল কর্মী নিয়োগ করবে। প্রার্থীদের হাউজ স্টাফ পদে নিয়োগ করা হবে।

Advertisement

যোগ্যতা:

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)-র ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারবেন। তবে তাঁদের এক বছরের রোটাটরি ইন্টার্নশিপ সম্পূর্ণ হওয়া বাঞ্ছনীয়।

Advertisement

গুরুত্বপূর্ণ তারিখ:

১৮ সেপ্টেম্বর বসিরহাট জেলা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টের অফিসে ইন্টারভিউ হবে। ওই দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের বয়সের প্রমাণপত্র, এমবিবিএস-এর মার্কশিট, চান্স সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের শংসাপত্র, ইন্টার্নশিপের শংসাপত্র-সহ অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement