প্রতীকী ছবি।
দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি স্কুলে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে শিক্ষকতার সুযোগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিথি শিক্ষক নিয়োগ করা হবে জেলার দু’টি গভর্নমেন্ট মডেল স্কুলে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে তিনটি। ইতিহাস এবং ভূগোল পড়াতে হবে। অতিথি শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে। তাঁদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার জন্য প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও সবিস্তার জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।