প্রতীকী চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
একাধিক বিভাগে কর্মী নিয়োগ হতে চলেছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে। স্পেশালিষ্ট, অ্যানাস্থেসিস্ট, জিডিএমও, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান-সহ আরও পদে কর্মী নিয়োগ করা হবে। স্পেশালিষ্ট প্রতি দিন হিসাবে তিন হাজার টাকা করে পাবেন। অ্যানাস্থেসিস্ট পাবেন ৬৫ হাজার টাকা। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের বেতন হবে ১৩ হাজার টাকা এবং ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে ল্যাবরেটরি টেকনিশিয়ানকে। প্রার্থীকে পশ্চিমবঙ্গ নিবাসী হতে হবে। স্থানীয় ভাষা জানতে হবে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা এবং বাকি পদগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখা যেতে পারে।
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ১৫ সেপ্টেম্বর ইন্টারভিউ হবে। তবে তার আগে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। তার জন্য প্রথমে রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পাশাপাশি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদনমূল্য জমা দেওয়া দরকার। এর পর ইন্টারভিউয়ের দিন সকাল ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের যেতে হবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক ওয়েবসাইটটি দেখা যেতে পারে।