সিএনসিআই। সংগৃহীত ছবি।
হাজরার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এ কর্মখালি। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের হসপিটাল ইউনিটের জন্য এই নিয়োগ। কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য প্রার্থীদের অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ইউনিটে কনসালট্যান্ট (ডেন্টাল সার্জেন) এবং সায়েন্টিফিক অফিসার (স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ দু’টি। পদগুলিতে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।
কনসালট্যান্ট (ডেন্টাল সার্জেন) এবং সায়েন্টিফিক অফিসার (স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি) পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে ৪৫ বছর এবং ৪০ বছরের মধ্যে হতে হবে। কনসালট্যান্ট (ডেন্টাল সার্জেন) এবং সায়েন্টিফিক অফিসার (স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি) পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ১,৫০,০০০ টাকা এবং ৮৫,০০০ টাকা।
দু’টি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে জানানো হয়েছে।
আগ্রহীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডি বা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ২০০ টাকা। আগামী ১৩ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।