ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)। সংগৃহীত ছবি।
কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এ কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সমস্ত পদে নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। কলকাতা-সহ দেশের অন্যান্য শহর হবে নিযুক্তদের কর্মস্থল। এর জন্য অনলাইনেই আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
সংস্থায় নিয়োগ হবে কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৬০। সংস্থার স্ট্যান্ডার্ডাজ়েশন কাজকর্ম দেখভালের দায়িত্বে থাকবেন তাঁরা। সমস্ত পদে এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
সংস্থায় আয়ুষ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিভাগে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। তাঁদের পোস্টিং হবে কলকাতা, পটনা, হায়দরাবাদ, মুম্বই, জম্মু-সহ অন্যান্য শহরে।
কনসালট্যান্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬৫ বছর। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৭৫,০০০ টাকা।
আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
বিভিন্ন পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ৯ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।