Bank Job Vacancy 2025

প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, শূন্যপদ ৪০০টি

পোস্টিং হবে পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি, গুজরাত-সহ দেশের অন্যান্য রাজ্যে ব্যাঙ্কের বিভিন্ন শাখায়। নিযুক্তদের প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ১২ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৬:২৬
Share:
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ। সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Advertisement

ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। শিক্ষানবিশ আইন ১৯৬১ অনুযায়ী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৪০০। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। তাঁদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি, গুজরাত-সহ দেশের অন্যান্য রাজ্যে ব্যাঙ্কের বিভিন্ন শাখায়। নিযুক্তদের প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ১২ হাজার টাকা। অনলাইন পরীক্ষা ও আরও পদ্ধতির মধ্যে দিয়ে কর্মী বাছাই করা হবে। আবেদনের জন্য কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম-এ নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ মার্চ ২০২৫। এই সংক্রান্ত সবিস্তার তথ্য ও শর্তাবলি জানতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement