এমস কল্যাণী। সংগৃহীত ছবি।
রাজ্যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে চিকিৎসকদের চাকরির সুযোগ রয়েছে। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগ করা হবে। সম্প্রতি সে সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে চিকিৎসকদের নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে এর জন্য আবেদনপত্র পাঠাতে হবে না।
প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদে। মোট শূন্যপদ রয়েছে ৭৩টি। প্রতিষ্ঠানের যে সমস্ত বিভাগে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে, সেগুলি হল— অ্যানাস্থেশিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, ডার্মাটোলজি, ইএনটি, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মাইক্রোবায়োলজি, নিউক্লিয়ার মেডিসিন, অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নোকলজি, অপথ্যালমোলজি, অর্থোপেডিক্স, ফার্মাকোলজি, ফিজিওলজি, পেডিয়াট্রিক্স, রেডিয়োলজি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন, জেনারেল সার্জারি এবং জেনারেল মেডিসিন। সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে সর্বাধিক তিন বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে ১৫,৬০০-৩৯,১০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে গ্রস পে বাবদ ৬৬০০ টাকা।
আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমডি/ এমএস/ ডিএনবি বা সমতুল ডিগ্রি থাকতে হবে।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। নথি যাচাইকরণের জন্য প্রার্থীদের সকাল ৯টা থেকে ১০টার মধ্যে প্রতিষ্ঠানে পৌঁছে যেতে হবে। সঙ্গে রাখতে হবে বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি। এই পদে আবেদন জানাতে অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ ১০০০ টাকা অফলাইনে জমা দিতে হবে। নিয়োগের বিষয়ে সমস্ত তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া অ্যাপ্লিকেশন পোর্টালের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে। এর পর বাছাই প্রার্থীদের অনলাইন এবং অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বর। এই বিষয়ে বিশদ জানার জন্য আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।