জেল থেকে বিবৃতি প্রকাশ করে তৃণমূলকে সমর্থনের আহ্বান কুণালের

বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জয়ী করার জন্য জেল থেকে আহ্বান জানালেন কুণাল ঘোষ। লিখিত বিবৃতি প্রকাশ করে তাঁর আবেদন, পশ্চিমবঙ্গে দ্বিতীয় তৃণমূল সরকার গঠন করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরই ভোট দিক রাজ্যের মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ১০:১৯
Share:

বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জয়ী করার জন্য জেল থেকে আহ্বান জানালেন কুণাল ঘোষ। লিখিত বিবৃতি প্রকাশ করে তাঁর আবেদন, পশ্চিমবঙ্গে দ্বিতীয় তৃণমূল সরকার গঠন করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরই ভোট দিক রাজ্যের মানুষ।

Advertisement

হাতে লেখা যে বিবৃতিটি প্রকাশ করে কুণাল ঘোষ তৃণমূলকে সমর্থনের আহ্বান জানিয়েছেন, তাতে লেখা হয়েছে, ‘‘গত পাঁচ বছরের উন্নয়নমূলক কর্মসূচি এবং আরও কয়েকটি কারণে তৃণমূল কংগ্রেসের আবার জয় সুনিশ্চিত।’’ তিনি আরও লিখেছেন, ‘‘সারদা কেলেঙ্কারি এবং কিছু বিষয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার মতপার্থক্য আছে। কিন্তু এই বিষয়গুলি এ বারের নির্বাচনে ফলাফল নির্ধারণে নির্ণায়কের ভূমিকা নেবে না।’’

রাজ্যসভার সদস্য কুণাল তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন অনেক আগেই। সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই সাংসদ গত প্রায় আড়াই বছর ধরে জেলে রয়েছেন। আদালতে এবং আদালতের বাইরে যখনই সুযোগ পেয়েছেন, তখনই সারদা কাণ্ডে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের জড়িত থাকার অভিযোগে সরব হয়েছেন। এমনকী মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার দাবিও তুলেছেন। রাজ্যে বিধানসভা নির্বাচন কাছে আসতেই অবশ্য তৃণমূলের পক্ষে মুখ খুলতে শুরু করেছেন তিনি। কখনও কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে চিঠি লিখে বলেছেন, বামেদের সঙ্গে জোট না করতে। কখনও বলেছেন, আগের চেয়েও বেশি আসনে জিতে তৃণমূল ক্ষমতায় আসবে। এ বারের বিবৃতিতে নিজেকে তৃণমূলের ‘অনিশ্চিত ও কঠিন নির্বাচনের’ সৈনিক বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যবাসীর কাছে তিনি আবেদন রেখেছেন।

Advertisement

আরও পড়ুন:

উল্টে দেবেন না তো! সূর্যকে হারানোর আবদার করেও শঙ্কিত তৃণমূল নেত্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement