Sovandeb Chattopadhyay

WB Election Result: ‘আমি জিতছি, দল জিতছে, নেত্রী জিতছেন’, নন্দীগ্রামে শুভেন্দু এগিয়ে থাকলেও জয় নিয়ে নিশ্চিত শোভনদেব

তৃতীয় বার ক্ষমতায় ফেরা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। গণনা সম্পূর্ণ হলে নন্দীগ্রামেও নিরাশ হতে হবে না বলে আশাবাদী তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২১ ১০:৫৬
Share:

জয় নিয়ে আত্মবিশ্বাসী শোভনদেব। —ফাইল চিত্র।

তৃতীয় রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে সাড়ে ৪ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল নেত্রীর জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন। জিতে ফের সরকার গড়বে তৃণমূল।

Advertisement

নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ে নামতে নিজের কেন্দ্র ভবানীপুর শোভনদেবকে ছেড়ে দিয়েছেন মমতা। সকাল থেকে সেখানে এগিয়েই রয়েছেন শোভনদেব। তাঁর থেকে পিছিয়ে রয়েছেন বিজেপি-র রুদ্রনীল ঘোষ। ১১টা নাগাদ ব্যবধান ছিল ১০৪৪৭ ভোট। চূড়ান্ত ফল হাতে আসার পরও ছবিটা বদলাবে না বলে আশাবাদী শোভনদেব। তাঁর কথায়, ‘‘আজকের দিনে এসে বলব, আমি জিতছি। দল জিতছে। নেত্রী জিতছেন।’’

রবিবার ভোটগণনা শুরু হওয়ার পর সামগ্রিক ভাবে এগিয়েই রয়েছে তৃণমূল। বেলা ১১টা পর্যন্ত ১৯৪ আসনে এগিয়ে রয়েছে তারা। কিন্তু তাদের কড়া টক্কর দিচ্ছে বিজেপি। ৯৩ আসনে এগিয়ে রয়েছে তারা। সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫টি আসনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement