নিজস্ব চিত্র।
রাজভবন থেকে নবান্নে পৌঁছনোর পরে গার্ড অব অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গার্ড অব অনারের পরে নবান্নের ভিতরে ঢুকে যান মমতা।
শপথ অনুষ্ঠান শেষে রাজভবনে একটি চা চক্রে যোগ দেন মমতা। রাজ্যপাল ধনখড় এবং সেখানে উপস্থিত অন্য অতিথিরাও ছিলেন সেখানে। চা চক্র সেরে মমতা জানান, তাঁর সরকারের প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। চা চক্র সেরে নবান্নের পথে এগিয়ে যান মমতা।
তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথ বাক্য পাঠ করলেন রাজ্যপাল।
মূল মঞ্চে এসে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁকে স্বাগত জানান সেখানে উপস্থিত অতিথিরা।
রাজভবনে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শপথ নেওয়ার আগে অনুষ্ঠানে উপস্থিত অনেক অতিথির সঙ্গে কথা বলতে দেখা যায় মমতাকে।