West Bengal Assembly Election 2021

Bengal Election: শপথ নিলেন মমতা, তৃতীয় বারের জন্য নবান্নে আবার হাওয়াই চটি

নির্বাচনে জেতার পরের দিনই সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, বুধবার শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১০:১৯
Share:

নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১১:২৪ key status

নবান্নে মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার

রাজভবন থেকে নবান্নে পৌঁছনোর পরে গার্ড অব অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গার্ড অব অনারের পরে নবান্নের ভিতরে ঢুকে যান মমতা।

শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১১:২৩ key status

চা চক্র সেরে নবান্নের পথে মমতা

শপথ অনুষ্ঠান শেষে রাজভবনে একটি চা চক্রে যোগ দেন মমতা। রাজ্যপাল ধনখড় এবং সেখানে উপস্থিত অন্য অতিথিরাও ছিলেন সেখানে। চা চক্র সেরে মমতা জানান, তাঁর সরকারের প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। চা চক্র সেরে নবান্নের পথে এগিয়ে যান মমতা।

Advertisement
শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১০:৫০ key status

শপথ বাক্য পাঠ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথ বাক্য পাঠ করলেন রাজ্যপাল।

শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১০:৪৭ key status

মূল মঞ্চে এসে পৌঁছলেন রাজ্যপাল

মূল মঞ্চে এসে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁকে স্বাগত জানান সেখানে উপস্থিত অতিথিরা।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১০:২৮ key status

রাজভবনে পৌঁছলেন মমতা

রাজভবনে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শপথ নেওয়ার আগে অনুষ্ঠানে উপস্থিত অনেক অতিথির সঙ্গে কথা বলতে দেখা যায় মমতাকে। 

শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১০:১৪ key status

কালীঘাটের বাড়ি থেকে বের হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে কালীঘাটের বাড়ি থেকে বের হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে যাচ্ছেন তিনি। মমতার সঙ্গে একই গাড়িতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement