bjp candidate

ক্ষোভের মুখে  বিজেপি প্রার্থী

এ দিন দুপুরে জেলা প্রশাসনিক ভবনের মূল প্রবেশপথের সামনে, গোপীনাথবাবুকে ঘিরে অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন বলরামপুরের কিছু নেতা-কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ০৬:৩৯
Share:

বিজেপি বাণেশ্বর মাহাতোকে প্রার্থী ঘোষণা করলেও মনোনয়নের ফর্ম তুলতে হাজির জেলা পরিষদে দলের বলরামপুরের সদস্য গোপীনাথ গোস্বামী। নিজস্ব চিত্র।

বাঘমুণ্ডি কেন্দ্রে বিজেপি প্রার্থী না দেওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ ছিলই। সোমবার পুরুলিয়ায় মনোনয়ন জমা দিতে এসে কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন বলরামপুরের বিজেপি প্রার্থী বাণেশ্বর মাহাতোও। ওই কেন্দ্রের জন্য এ দিন মনোনয়নপত্র তুলেছেন বলরামপুর থেকে নির্বাচিত বিজেপির জেলা পরিষদ সদস্য গোপীনাথ গোস্বামী।

Advertisement

এ দিন দুপুরে জেলা প্রশাসনিক ভবনের মূল প্রবেশপথের সামনে, গোপীনাথবাবুকে ঘিরে অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন বলরামপুরের কিছু নেতা-কর্মী। কোন দলের হয়ে মনোনয়ন তুলতে এসেছেন? কর্মীদের উত্তর, ‘‘বিজেপির হয়ে।’’ তাঁদের আরও দাবি, ‘‘ওই প্রার্থীকে (বাণেশ্বর মাহাতো) আমরা মানছি না। দল অন্য যে কাউকে প্রার্থী করুক, কিন্তু ওই লোককে প্রার্থী বলে মানা হবে না।’’

গোপীনাথবাবুর সমর্থনে আড়শা ব্লকের জেলা পরিষদ সদস্যও তাঁদের সঙ্গে রয়েছেন বলে জানান ভিড়ে থাকা বলরামপুরের একটি মণ্ডলের সভাপতি শরৎচন্দ্র মাহাতো। কিসান মোর্চার জেলা সভাপতি পরিচয় দিয়ে ভৈরব মাঝিও বলেন, ‘‘সুপুরডির শহিদ পরিবারের সদস্যও আমাদের সঙ্গে রয়েছেন।’’

Advertisement

কিছু পরে, বাণেশ্বরবাবু কার্যালয়ে ঢুকতে গেলে গোপীনাথবাবুর সঙ্গে থাকা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে সঙ্গে থাকা কর্মীরা বাণেশ্বরবাবুকে ভিতরে নিয়ে যান। পরে তিনি বলেন, ‘‘দল প্রার্থী করেছে। তাই মনোনয়ন জমা দিলাম।’’

আর গোপীনাথবাবুর অভিযোগ, ‘‘দল যাঁকে প্রার্থী করেছে, তাঁকে নিয়ে কর্মীদের প্রচুর ক্ষোভ রয়েছে। শহিদ পরিবার কোনও বিচার পায়নি। পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পেলেও আমরা পঞ্চায়েত সমিতিতে বোর্ড গড়তে পারিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement