TMC

Bengal Polls: ৩ কোটির বেশি সম্পত্তি, তিন জায়গায় জমি, বহুমূল্য গাড়ি... হলফনামায় জানালেন নয়না

তৃণমূল প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌরঙ্গি কেন্দ্র থেকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১০:৪৯
Share:
০১ ১৭

কয়েক দশক আগেই বিনোদন দুনিয়া থেকে তিনি পা রেখেছিলেন রাজনীতিতে। স্বামীর পাশাপাশি নয়না বন্দ্যোপাধ্যায়ও হয়ে উঠেছেন বাংলা-রাজনীতির উল্লেখযোগ্য মুখ। এ বারও তৃণমূল প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌরঙ্গি কেন্দ্র থেকে।

০২ ১৭

নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিয়ে নয়না তাঁর সম্পত্তির বিবরণ জানিয়েছেন। সেই হলফনামা অনুযায়ী ২০১৯-২০ আর্থিক বর্ষে তিনি উপার্জন করেছেন ৭ লক্ষ ২১ হাজার ৫০২ টাকা।

Advertisement
০৩ ১৭

নয়নার স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায় উপার্জন করেছেন ২০ লক্ষ ৩৫ হাজার ৭১৬ টাকা।

০৪ ১৭

এই মুহূর্তে নয়নার হাতে আছে ৩৫ হাজার ৬৯০ টাকা। সুদীপের হাতে আছে ৯৮ হাজার ৫০০ টাকা।

০৫ ১৭

বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয়নার নামে গচ্ছিত আছে যথাক্রমে ৬ লক্ষ ১২ হাজার ৪৯৯ টাকা, ৪ লক্ষ ৯৪ হাজার ৪৯৬ টাকা, ২০ লক্ষ ৫৯ হাজার ৬৯৯ টাকা ৪০ পয়সা, ৬ লক্ষ ৫৬ হাজার ৩৫২ টাকা ৭৩ পয়সা এবং ১ লক্ষ ৯৯ হাজার ৯৫৫ টাকা ৬৯ পয়সা।

০৬ ১৭

তিনটি স্থায়ী আমানতে নয়নার নামে সঞ্চিত আছে ৪ লক্ষ ৫৩ হাজার ৮৯৮ টাকা। তাঁর স্বামীর নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত আছে ১ কোটি টাকারও বেশি।

০৭ ১৭

শেয়ারবাজারে নয়না কিছু বিনিয়োগ করেননি। মিউচুয়াল ফান্ডে সুদীপের নামে বিনিয়োগ করা হয়েছে প্রায় ২ কোটি টাকা।

০৮ ১৭

ডাকঘর সঞ্চয় প্রকল্পে নয়না এবং সুদীপের নামে যৌথ ভাবে গচ্ছিত আছে ৫ লক্ষ ৫৯ হাজার ৩৩৩ টাকা।

০৯ ১৭

এ ছাড়াও দু’টি বিমা প্রকল্প থেকে নির্দিষ্ট সময়ের পরে নয়নার প্রায় ১০ লক্ষ টাকা পাওয়ার কথা।

১০ ১৭

নয়নার একটি মারুতি ৮০০ আছে। ২০০৪ সালে তিনি গাড়িটি কিনেছিলেন প্রায় ৮০ হাজার টাকায়। তাঁর টয়োটা ইনোভা ক্রিস্টা কেনা হয়েছিল ২০১৯ সালে। দাম পড়েছিল ৩৬ লক্ষ ৮৭ হাজার ৫০৩ টাকা।

১১ ১৭

সুদীপ ২০১০ সালে কিনেছিলেন মারুতি এস এক্স ফোর। দাম পড়েছিল ৮ লক্ষ ৬৭ হাজার ৫৫৯ টাকা। ২০১৩ সালে টয়োটা ফরচুনার কিনেছিলেন ২৬ লক্ষ ৪০ হাজার ৮০১ টাকায়।

১২ ১৭

নয়নার ২৬৫ গ্রাম সোনার গয়নার মূল্য প্রায় ৮ লক্ষ ৫৭ হাজার ২৭৫ টাকা। সুদীপের নামে কোনও সোনার গয়না নেই।

১৩ ১৭

কোনও কৃষিজমি নথিভুক্ত নেই নয়না বা তাঁর স্বামীর নামে। তবে সোনারপুর পুরসভার তিন জায়গায় নয়নার নামে তিনটি জমি আছে। সুদীপের নামে কোনও জমি নেই।

১৪ ১৭

নয়নার নামে থাকা জমিগুলির বর্তমান বাজারদর প্রায় ২ কোটি টাকার কাছাকাছি।

১৫ ১৭

১৯৮৬ সালে আইসিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন নয়না। তাঁর নামে বর্তমানে কোনও ব্যাঙ্কঋণ চলছে না। নয়নার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫ লক্ষ ৬ হাজার ৯২২ টাকা ৩২ পয়সা। তাঁর স্বামীর অস্থাবর সম্পত্তির মূল্য ৩ কোটি ৬৪ লক্ষ ৬৮ হাজার ৬ টাকা ৭৩ পয়সা।

১৬ ১৭

নয়নার স্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৪ লক্ষ ৭৭ হাজার ৭২৪ টাকা। তাঁর স্বামীর স্থাবর সম্পত্তি আছে ২৫ লক্ষ ৬৩ হাজার ১০০ টাকার।

১৭ ১৭

চৌরঙ্গি কেন্দ্রে এ বার নয়নার মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি-র দেবদত্ত মাজি এবং সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী সন্তোষকুমার পাঠক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement