BJP

Bengal Polls: দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে এক ব্যক্তিকে লাথি মারছেন চন্দ্রকোনার বিজেপি প্রার্থী, ভাইরাল ভিডিয়ো ঘিরে তরজা

এই ঘটনায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে জেলার বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনা নিয়ে বিজেপি-কে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৯:২৩
Share:

ভাইরাল ভিডিয়োতে এই ছবিই দেখা গিয়েছে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে এক ব্যক্তিকে লাথি মারছেন চন্দ্রকোনার বিজেপি প্রার্থী শিবরাম দাস। চন্দ্রকোনায় ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে এমন ভিডিয়ো। (ওই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার ডিজিটাল যাচাই করে দেখেনি) এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। গোটা ঘটনার নিন্দা করে পুলিশের কাছে অভিযোগ করেছে তৃণমূল। যদিও শিবরামের দাবি, পুরনো একটি ভিডিয়ো দেখিয়ে ভোটবাক্সে ফায়দা তুলতে চাইছে তৃণমূল।

Advertisement

বুধবার শিবরামের ওই ওই ভিডিয়ো মোবাইলে দেখিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। তাতে দেখা গিয়েছে, রামজীবনপুর বিজেপি মণ্ডল কার্যালয়ে দাঁড়িয়ে এক ব্যক্তিকে লাথি মারছেন শিবরাম। সেই সঙ্গে ওই ব্যক্তির উদ্দেশে গালিগালাজও করতে শোনা যায় তাঁকে। ওই ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে যায়। তবে এটি কবেকার ঘটনা বা কী কারণে তিনি এমনটা করছেন, তা অবশ্য জানা যায়নি। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে জেলার বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনা নিয়ে বিজেপি-কে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। অজিত বলেন, "ভিডিয়োতে দেখা যাচ্ছে যে বিজেপি-র প্রার্থী শিবরাম দাস এক ব্যক্তিকে লাথি মারছেন। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের কাছেও বিষয়টি জানানো হয়েছে।”

বৃহস্পতিবার, ১ এপ্রিল চন্দ্রকোনায় ভোট। এই বিধানসভা কেন্দ্রে বিজেপি-র হয়ে দাঁড়িয়েছেন শিবরাম। বিজেপি-তে যোগ দেওয়ার আগে ২০১১ সালে তিনি তৃণমূলের টিকিটে বিধানসভা ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। পরবর্তী কালে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের রামজীবনপুর পুরসভার দু'বারের চেয়ারম্যানও হয়েছিলেন। তবে লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন তিনি। একুশের বিধানসভা ভোটে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি।

Advertisement

নেটমাধ্যমে ওই ভাইরাল ভিডিয়ো নিয়ে বিজেপি-কে আক্রমণ করেছেন চন্দ্রকোনার তৃণমূল প্রার্থী অরুপ ধাড়াও। দলের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সভাপতি তথা চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট সুজয় পাত্রের দাবি, “শিবরাম দাস চাকরির নামে টাকা নিয়েছিল। এখন সেই চাকরি না হওয়ায় ওই ভদ্রলোক টাকা ফেরত চাইতে গিয়েছিলেন। তাঁকে বিজেপি অফিসে দাঁড়িয়েই লাথি মেরেছে এবং হুমকিও দিয়েছে শিবরাম।”

বিজেপি প্রার্থীর সঙ্গে ওই ব্যক্তির ভাইরাল ভিডিয়োর দু’জনের কথোপকথনে শোনা গিয়েছে। ওই ব্যক্তি শিবরামকে টাকা দিয়েছিলেন বলে ভিডিয়োতে শোনা যাচ্ছে। টাকা ফেরতের দাবি করতেই দু’জনের মধ্যে বচসার শুরু। তর্কাতর্কির মাঝেই ওই ব্যক্তিকে লাথি মেরে বসেন শিবরাম। যদিও শিবরামের দাবি, “ওই ঘটনার কোন সত্যতা নেই। তা ছাড়া, দেড় বছর আগেকার একটা ঘটনা। কাশীনাথ কর নামে ওই ব্যক্তির সঙ্গে এখনও আমার ভাল সম্পর্ক। সে দিন মদ্যপান করে চিৎকার করছিল। তাই তাঁকে পার্টি অফিস থেকে বার করিয়ে দেওয়া হয়েছিল। এখন ভোটের সময় তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু ভোটে কোনও প্রভাব ফেলতে পারবে না।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement