West Bengal Assembly Election 2021

Bengal Polls 2021: খানাকুলে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার

তৃণমূলের অভিযোগ, ভোট মিটতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কানুর বাড়িতে চড়াও হয়। তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

খানাকুল শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ২৩:৫২
Share:

প্রতীকী ছবি।

ভোট শেষ হলেও থামছে না হিংসা। এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খানাকুলের অরুন্ডা এলাকায়। বিজেপি অবশ্য জোড়াফুল শিবিরের তোলা ওই অভিযোগ অস্বীকার করেছে। তৃতীয় দফার ভোটের দিন রাতে ওই দলীয় কর্মীরে মারধর করা হয় বলে তৃণমূলের অভিযোগ। বৃহস্পতিবার হাসপাতালে মারা যান তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম কানু দলুই (৪৪)। তৃণমূলের অভিযোগ, ভোট মিটতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কানুর বাড়িতে চড়াও হয়। তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এর পর তারা কানুকে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় বলে তৃণমলের অভিযোগ। কানুর পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার পাঁচারুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেই দিন থেকে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। শেষমেশ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ তিনি মারা যান।

খবর পেয়ে পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী তথা হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব হাসপাতালে উপস্থিত হন। ঘটনার নিন্দা করে তাঁর অভিযোগ, ‘‘এটা বিজেপ-র কাজ। অভিযুক্তদের কঠোর শাস্তি হওয়া উচিত। ভোটের দিন থেকেই ওরা এলাকায় ব্যাপক সন্ত্রাস করেছে।’’ যদিও পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পাল্টা বলেন, ‘‘এই ঘটনার সাথে বিজেপির কেউ যুক্ত নয়৷ বিজেপি খুনের রাজনীতি করে না। এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement