ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মীর বাড়িতে। নিজস্ব চিত্র।
দ্বিতীয় দফার ভোটের পরেও রাজনৈতিক হিংসা অব্যাহত। বিজেপি-র এক বুথ এজেন্টের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা বিধানসভার গোহালসিনি এলাকায়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সমীর সাঁতরা নামে এক বিজেপি কর্মী বুথ এজেন্ট হয়েছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, সমীর কেন বুথ এজেন্ট হল তা নিয়ে বাড়ির সকলকে শাসিয়ে যান তৃণমূলের লোকেরা। এর পরই রাতের অন্ধকারে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, মহিলাদের মারধরও করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। চন্দ্রকোণা থানায় অভিযোগ দায়ের করেছেন সমীরের পরিবার। বিজেপি প্রার্থী শিবরাম দাস অভিযোগ করেছেন, তাঁদের কর্মীর বাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে। বাড়ি ভাঙচুর করেছে।
অন্য দিকে, চন্দ্রকোনা ১ নং ব্লকের তৃণমূল সভাপতি সুজয় পাত্র বলেন, “বিজেপি মিথ্যে অভিযোগ করছে। তৃণমূলের কেউ এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।”