Mamata Banerjee

Bengal Polls: নন্দীগ্রামে মমতা আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের আর্জি নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে

নন্দীগ্রামে প্রচার কর্মসূচি চলাকালীন পায়ে আঘাত পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আদালতে আবেদনটি জমা পড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১০:৫৪
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় ।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্ত হবে কি না সে বিষয়ে আজ, শুক্রবার সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট। গোটা ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন উত্তরপ্রদেশের ৩ আইনজীবী। শনিবার সেই আবেদনটিরই শুনানি করবে প্রধান বিচারপতি এসএ বোবডে নেতৃত্বধীন ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Advertisement

গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রচার কর্মসূচি চলাকালীন পায়ে আঘাত পান তৃণমূল নেত্রী। তা নিয়ে গত একমাস ধরে রাজনৈতিক তরজা অব্যাহত। নিছক ‘দুর্ঘটনা’-র জন্যই মমতা আঘাত পান নাকি, এর পিছনে ‘ষড়যন্ত্র’ ছিল, তা নিয়ে বিভক্ত রাজনৈতিক মহলও। এমন পরিস্থিতিতে গোটা ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতে আবেদনটি জমা পড়ে।

আবেদনকারীদের যুক্তি, ‘‘নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় স্বাধীন, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন নিয়েই প্রশ্ন ওঠে।’’ ভিড়ের মধ্যে থেকে ৪-৫ জন ধাক্কা দিয়েছেন বলে দাবি করেছিলেন মমতা নিজে।

Advertisement

‘ষড়যন্ত্র’-র অভিযোগ তুলেছিলেন তিনি। কোনও রাজ্যের প্রশাসনিক প্রধান যখন এই ধরনের অভিযোগ করে, সেটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত।

নন্দীগ্রামের ঘটনায় ‘ষড়যন্ত্র’-র অভিযোগ যদিও আগেই খারিজ করেছে নির্বাচন কমিশন। কিন্তু আবেদনকারীদের মতে, দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে তাঁদের ভোটের গুরুত্ব রয়েছে বলে মনে করেন সাধারণ মানুষ। তাই এই ঘটনার সঠিক তদন্ত হলে, তাঁরা আত্মবিশ্বাস ফিরে পাবেন। একই সঙ্গে তাঁরা বুঝতে পারবেন, তাঁদের প্রভাবিত করাও সহজ হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement