Murshidabad

Bengal Polls: ফরাক্কায় ভোট চলাকালীন কোপানো হল তৃণমূলকর্মীকে, ভেঙে দেওয়া হল হাত-পা, অভিযুক্ত বিজেপি

বুথের সামনে থেকে তৃণমূলকর্মীকে তুলে নিয়ে গিয়ে কোপানো হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৮:৩১
Share:

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। —নিজস্ব চিত্র।

সপ্তম দফার ভোটেও রক্তপাত রাজ্যে। মুর্শিদাবাদের ফরাক্কায় এক তৃণমূলকর্মীকে কোপানোর অভিযোগ উঠল। বিজেপি-র লোকজনই ওই ব্যক্তির উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। যদিও পদ্মশিবির এই অভিযোগ অস্বীকার করেছে। সোমবার ভোটগ্রহণ চলাকালীন ফরাক্কা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিমতলা পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে।

Advertisement

আক্রান্ত জন্মেজয় মণ্ডল স্থানীয় পঞ্চায়েতের সদস্য। অভিযোগ, নিমতলার তিন নম্বর বুথের সামনে থেকে জন্মেজয়কে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তৃণমূলের অভিযোগ, দলের হয়ে ভোট করাচ্ছেন বলে অভিযোগ তুলে জন্মেজয়কে ধমকাতে শুরু করেন বিজেপি-র লোকজন। তার পর তাঁকে তুলে একটি মাঠে নিয়ে গিয়ে প্রথমে তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। জন্মেজয়ের হাত-পা ভেঙে গিয়েছে বলেও দাবি তৃণমূল শিবিরের।

স্থানীয়েরা জানিয়েছেন, চিৎকার শুনে মাঠে ছুটে যান তাঁরা। সেখানে জন্মেজয়কে কাতরাতে দেখেন। তড়িঘড়ি তাঁকে ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জন্মেজয়ের ছেলের অভিযোগ, তৃণমূল করতেন বলে তাঁর বাবাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement