নিজস্ব চিত্র।
ভোটের প্রশিক্ষণে অনুপস্থিত থাকায় উত্তর দিনাজপুর জেলার ১৩ জন ভোটকর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে জেলা নির্বাচনী দফতর।
দফতর সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও কালিয়াগঞ্জ কলেজের ১ জন করে মোট ২ জন অধ্যাপক রয়েছেন। এই দু’জনের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল। এ ছাড়া জেলার আরও ১১ জন ভোটকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
জেলা নির্বাচনী দফতরের অভিযোগ, ওই ভোটকর্মীরা মার্চ মাসের গোড়ায় নির্ধারিত দু’দিনের প্রশিক্ষণে হাজির হননি। পরে তাঁদের শো-কজ করা হলে কেউ শো-কজের জবাব এড়িয়ে গিয়েছেন, তো কেউ আবার শো-কজের উপযুক্ত জবাব দেননি। পরবর্তীতে ফের দুই দফায় তাঁদের প্রশিক্ষণে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তাঁরা হাজির হননি। তাই এ বার পদক্ষেপ করা হয়েছে।
কয়েক দিন আগে দফতরের পোলিং পার্সোনেল ম্যানেজমেন্ট ও ওয়েলফেয়ার বিভাগের তরফে রায়গঞ্জ থানায় ওই ১৩ ভোটকর্মীর বিরুদ্ধে এফআইয়ার দায়ের করা হয়। এমনকি, পুলিশের কাছে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার কথাও বলা হয়েছে বলে খবর।