ঘটনাস্থলে তদন্তে পুলিশ। নিজস্ব চিত্র।
রাজ্যে ষষ্ঠ দফার ভোটের আগে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম ২। এ ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। ওই কাণ্ডে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেছে জোড়াফুল শিবির। ঘটনায় ধৃত ৩।
অভিযোগ, মঙ্গলবার রাতে কেতুগ্রামের বেরুগ্রাম পঞ্চায়েতের চিনিশপুরে পরিত্যক্ত জায়গায় বসে বোমা বাঁধাছিল দুষ্কৃতীরা। সে সময় আচমকা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা খবর দেন কেতুগ্রাম থআনায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজা শেখ এবং রাজু শেখ নামে দু’জনকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। পরে এক জনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ওই কাণ্ডে রাতভর অভিযান সম্রাট শেখ, মহম্মদ তাজউদ্দিন আহমেদ ওরফে আকুল এবং রফিকুল শেখ ওরফে রাফাই নামে ৩ জনকে গ্রেফকার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধৃতরা সকলেই সক্রিয় তৃণমূল কর্মী। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।