পাজিটা গিয়েছে
বেলা তখন সাড়ে তিনটে। আমডাঙায় মুখ্যমন্ত্রীর জনসভা শেষ। এ বার হেলিকপ্টার-উড়ান। উঠতে গিয়েও মঞ্চের দিকে ফিরে এলেন দিদি। লোকজন চিন্তিত। দিদির কি শরীর খারাপ? মুখ্যমন্ত্রী বললেন, ‘‘না, এখন যাওয়া যাবে না। এখন আর এক জন উড়ছেন।’’ কিছুক্ষণ পরে হেলিপ্যাডের দিকে যেতে যেতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এ বার যাই। পাজিটা গিয়েছে।’’ প্রায় ওই সময়েই বসিরহাটের জনসভার জন্য উড়ে গিয়েছে প্রধানমন্ত্রীর কপ্টার।
ভোট শেষে সিঙ্গুর শুনানি
ভোটের জন্য কলকাতায় ব্যস্ত থাকবেন সিপিএম নেতা ও ইচ্ছুক চাষিদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই তাঁদের অনুরোধ মেনে সিঙ্গুরে টাটা ন্যানো কারখানার জমি শুনানি ৩ মে করার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্টের বিচারপতি ভি গোপাল গৌড়া ও বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ। ৩০ এপ্রিল সিঙ্গুরে ভোটগ্রহণ। তার পরেই হবে শুনানি।