জোড়াফুলরে
আদিবাসী তালুকে প্রচার। তাই সাঁওতালিতেই ভোট চাওয়া। কিন্তু জোড়়া ফুলকে সাঁওতালিতে কী বলে, জানা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার কুলটিকরির সভায় তাই জনতাকেই প্রশ্নটা ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী। জবাব এল, বাহারে বাহারে। অন্য একজন ভুল ধরিয়ে বলল, বাহারে-বাহারে মানে তো ফুলে-ফুলে। তাহলে জোড়াফুল কী হবে? আর জবাবের অপেক্ষায় না থেকে মমতা নিজেই বলে উঠলেন, ‘জোড়াফুলরে ভোট এমঃপে।’