ম্যাসকট শুশুক নিয়ে প্রচার হুগলিতে

ভোটের প্রচারে জেলায় জেলায় তৈরি ম্যাসকট। কোথাও ম্যাসকট ফজলি আম, তো কোথাও রয়াল বেঙ্গল টাইগার। হুগলির ম্যাসকট শুশুক। মঙ্গলবার জেলা প্রশাসনের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। ভোটে প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখতে দিল্লি থেকে এদিন পর্যবেক্ষক পঙ্কজ পাণ্ডে হুগলিতে আসেন। প্রশাসনের কর্তাদের দাবি, দিল্লির ওই ভোটকর্তা তাঁদের কাজে খুশি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ০৩:২৪
Share:

ভোটের প্রচারে জেলায় জেলায় তৈরি ম্যাসকট। কোথাও ম্যাসকট ফজলি আম, তো কোথাও রয়াল বেঙ্গল টাইগার। হুগলির ম্যাসকট শুশুক। মঙ্গলবার জেলা প্রশাসনের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। ভোটে প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখতে দিল্লি থেকে এদিন পর্যবেক্ষক পঙ্কজ পাণ্ডে হুগলিতে আসেন। প্রশাসনের কর্তাদের দাবি, দিল্লির ওই ভোটকর্তা তাঁদের কাজে খুশি।

Advertisement

কিন্তু হুগলির জন্য শুশুক কেন? প্রশাসনের ব্যাখ্যা, জেলায় সাধারণত পরিচিত কোনও বস্তু বা প্রাণীকেই ম্যাসকট হিসেবে চূড়ান্ত করা হয়। সেই ভাবনার সঙ্গে সঙ্গতি রেখেই শুশুকের কথা মাথায় আসে প্রশাসনের কর্তাদের। কেননা, উত্তরপাড়া থেকে বলাগড় পর্যন্ত জেলার বিস্তীর্ণ অংশ গঙ্গার পাড়ে। তা ছাড়া গঙ্গার এই এলাকায় প্রচুর শুশুক রয়েছে। হুগলিতে প্রাথমিক ভাবে শুশুক-এর কথা ভাবা হলেও তা চূড়ান্ত হতে কিছুটা বিলম্ব হয়। কেন না, এর মাঝেই জেলাশাসক সঞ্জয় বনশলকে নির্বাচন কমিশনের নির্দেশে সরে যেতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement