তৃণমূল কর্মী কমিশনের ভিতরেই, সরব বিজেপি

সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত! রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের মধ্যেই ঢুকে বসে রয়েছেন তৃণমূলের কর্মী হস্তক্ষেপ করছেন কমিশনের কাজকর্মে। এই অভিযোগ তুলে শনিবার হইচই বাধিয়ে দিল বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ০৩:১৭
Share:

সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত! রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের মধ্যেই ঢুকে বসে রয়েছেন তৃণমূলের কর্মী হস্তক্ষেপ করছেন কমিশনের কাজকর্মে। এই অভিযোগ তুলে শনিবার হইচই বাধিয়ে দিল বিজেপি।

Advertisement

দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং শিশির বাজোরিয়া এ দিন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে ওই অভিযোগ জানান। পরে জয়প্রকাশবাবু বলেন, ‘‘মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তের সাংবাদিক সম্মেলনের সময় তাঁর পাশে হাজির থাকেন কমিশনের ওএসডি, ডিডিও সৌম্য বিশ্বাস। তিনি তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিশ্বস্ত কর্মী।’’ নিজের বক্তব্যের সমর্থনে দু’টি ছবিও দেখান তিনি। এই প্রেক্ষিতেই জয়প্রকাশবাবুর বক্তব্য, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর আদতে তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছে। তাঁর কটাক্ষ, ‘‘মুখ্য নির্বাচনী আধিকারিক সৌম্যবাবুকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করার চেয়ে পার্থবাবুকে পাশে বসিয়ে করলেই পারেন! অথবা নিজে তৃণমূল ভবনে গিয়ে সাংবাদিক সম্মেলন করতে পারেন!’’ বিজেপি-র অভিযোগ, প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করে তাঁকে দায়িত্ব ছাড়তে বাধ্য করেছিলেন তৃণমূল কর্মীরা। অবাধ ও সুষ্ঠু ভোটের স্বার্থে সৌম্যবাবু এবং তাঁর লোকজনকে সরিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে তৃণমূলমুক্ত করার জন্য কমিশনে আর্জি জানিয়েছে বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement