কেতুগ্রামে সিপিএম কর্মীর কান কাটল তৃণমূল, বোমা ভোটারদের লাইনে

শুধু ভয় দেখিয়ে বিরোধী ভোটারদের আটকে রাখার চেষ্টাই নয়, তৃতীয় দফায় বোমা গুলি নিয়ে নেমে পড়ল মরিয়া শাসক। মুর্শিদাবাদের মত খুন না হলেও, বোমাবাজি আর মারধরে রক্তাক্ত হল বর্ধমানের কেতুগ্রাম। এক সিপিএম কর্মীকে বেধড়ক মারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মেরে ভেঙে দেওয়া হয়েছে পা। কেটেছে কান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ১০:১৪
Share:

শুধু ভয় দেখিয়ে বিরোধী ভোটারদের আটকে রাখার চেষ্টাই নয়, তৃতীয় দফায় বোমা গুলি নিয়ে নেমে পড়ল মরিয়া শাসক। মুর্শিদাবাদের মত খুন না হলেও, বোমাবাজি আর মারধরে রক্তাক্ত হল বর্ধমানের কেতুগ্রাম। এক সিপিএম কর্মীকে বেধড়ক মারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মেরে ভেঙে দেওয়া হয়েছে পা। কেটেছে কান। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে।

Advertisement

কেতুগ্রামেরই আর এক বুথের বাইরে ভোটারদের লাইনে বোমা মারারও অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন তিন জন।

বর্ধমানের খণ্ডঘোষে ভোট দিতে আসা এক সিপিএম সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এখানেও অভিযুক্ত তৃণমূল। কংগ্রেস কর্মীদের মারধর করা হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। নদিয়ার চাকদহেও মারধর, সন্ত্রাসের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।

Advertisement

আরও পড়ুন:
মরিয়া শাসক, রক্তাক্ত তৃতীয় দফা, ডোমকলে খুন সিপিএম এজেন্ট
আজকের তারকা প্রার্থীরা
কুকথার তোড়, তবু রা নেই রেজ্জাকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement