মঞ্চে টহল

আসার কথা ছিল আগের দিন। তালেগোলে এলেন পরের দিন। চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিধানসভা ভবনের অদূরে কিরণশঙ্কর রায় রোডে অতীতের চিত্রতারকা ও বর্তমান সাংসদ রাজ বব্বর পৌঁছে দেখলেন, ক্ষুদ্র মঞ্চে চলছে কংগ্রেস প্রার্থী সোমেন মিত্রের প্রচার সভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ০৪:০০
Share:

আসার কথা ছিল আগের দিন। তালেগোলে এলেন পরের দিন। চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিধানসভা ভবনের অদূরে কিরণশঙ্কর রায় রোডে অতীতের চিত্রতারকা ও বর্তমান সাংসদ রাজ বব্বর পৌঁছে দেখলেন, ক্ষুদ্র মঞ্চে চলছে কংগ্রেস প্রার্থী সোমেন মিত্রের প্রচার সভা। তবু অভিনেতা বলে কথা! তাই বললেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, অন্তত ৩০ ফুট মঞ্চ লাগে! টহল না দিলে ওঁর হয় না! আমাদের অত বড় মঞ্চ লাগে না। আপনারা এ বারের ভোটে এমন ভাবে নিজেদের মত দিন, যাতে টহল দিতে মমতাজি’কে বিধানসভার বাইরে পাঠানো যায়!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement