ভাটপাড়ায় নির্দল প্রার্থী সেই জিতেন্দ্র

উত্তর ২৪ পরগনার ভাটপাড়া আসন আরজেডি-কে ছেড়ে দেওয়ায় আলিমুদ্দিন স্ট্রিটে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় সিপিএম কর্মী-সমর্থকদের একাংশ। যাঁকে প্রার্থী করার দাবিতে ওই বিক্ষোভ হয়েছিল, শেষ পর্যন্ত তাঁকেই ভাটপাড়ায় লড়াইয়ের ময়দানে নামানো হচ্ছে। তবে সিপিএম প্রার্থী হিসাবে নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ০৩:১৫
Share:

উত্তর ২৪ পরগনার ভাটপাড়া আসন আরজেডি-কে ছেড়ে দেওয়ায় আলিমুদ্দিন স্ট্রিটে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় সিপিএম কর্মী-সমর্থকদের একাংশ। যাঁকে প্রার্থী করার দাবিতে ওই বিক্ষোভ হয়েছিল, শেষ পর্যন্ত তাঁকেই ভাটপাড়ায় লড়াইয়ের ময়দানে নামানো হচ্ছে। তবে সিপিএম প্রার্থী হিসাবে নয়। নির্দল হিসাবে। যাতে বৃহত্তর গণতান্ত্রিক জোটের তরফে অন্যান্য ছোট দলও তাঁকে সমর্থন করতে পারে।

Advertisement

উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের বৈঠকে শনিবার সিদ্ধান্ত হয়েছে, ভাটপাড়ায় জিতেন্দ্র সাউ নির্দল প্রার্থী হবেন। তবে সম্ভবত তাঁর জন্য সিপিএমের প্রতীক দেওয়া হবে। ওই আসনটি প্রথমে আরজেডি-কে ছেড়ে দেওয়া হয়েছিল। তার পরে স্থানীয় সিপিএমের বিক্ষোভের মুখে প্রস্তাব উঠেছিল, আরজেডি-র প্রতীকেই জিতেন্দ্রকে প্রার্থী করা হোক। কিন্তু সেই প্রস্তাবে আরজেডি রাজি হয়নি।

শেষ পর্যন্ত এ দিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর উপস্থিতিতে জিতেন্দ্রকে নির্দল প্রার্থী করে রফাসূত্র বার করা হয়েছে। সিপিএম সূত্রের খবর, দু’-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে ভাটপাড়ার প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হবে। এ ছা়ড়াও এ দিনের বৈঠকে ঠিক হয়েছে, বসিরহাট উত্তর কেন্দ্রের প্রার্থী রফিকুল ইসলাম নির্দল হিসাবে লড়লেও সিপিএমের প্রতীকই তাঁর জন্য বরাদ্দ হবে।

Advertisement

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরজেডি-র রাজ্য সভাপতি বিন্দাপ্রসাদ রাই জানিয়েছেন, বিমানবাবুর সঙ্গে তাঁর আলোচনার ভিত্তিতে ভাটপাড়া থেকে তাঁদের প্রার্থী নূর আহমেদকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরিবর্তে নূর আহমেদকে বন্দর এলাকা থেকে প্রার্থী করার

জন্য আরজেডি-র পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

বিন্দাবাবু আরও জানান, সোমবার তিনি এ ব্যাপারে কংগ্রেসের সঙ্গে আলোচনা করবেন। নূর বন্দর এলাকার শ্রমিক নেতা হিসাবে বেশ পরিচিত। তাঁর বাড়ি সেখানেই। সে জন্য ওই কেন্দ্রে কংগ্রেসের রাকেশ সিংহের বদলে নূরকে প্রার্থী করার দাবি জানাবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement