এবারের ভোটে অসুস্থ ভোটকর্মীদের জন্য থাকছে এয়ার অ্যাম্বুলেন্স

রাজ্য বিধানসভার প্রথম পর্বের প্রথম দফার নির্বাচনে এ বারে দু’টি হেলিকপ্টার-সহ ১টি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ২২:৫৭
Share:

রাজ্য বিধানসভার প্রথম পর্বের প্রথম দফার নির্বাচনে এ বারে দু’টি হেলিকপ্টার-সহ ১টি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে এক সাংবাদিকবৈঠকে এই কথা জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার দিব্যেন্দু সরকার। তিনি বলেন, ‘‘কোনও ভোট কর্মী বা কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ান অসুস্থ হয়ে পড়লে আপৎকালীণ পরিস্থিতি বুঝে এয়ার অ্যাম্বুলেন্সটি কাজে লাগানো হবে।’’

Advertisement

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠভাবে পরিচালনা করতে ভোট কর্মীদের জন্য এ বছর একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। ভোটের জন্য ইভিএম মেশিন-সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পেতে যাতে ভোট কর্মীদের যাতে বিভিন্ন জায়গায় ঘুরতে না হয়, তার জন্য ‘এক জানালা’ (সিঙ্গল উইনডো) পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, প্রতি বছরই ভোট কর্মীরা দিনে-রাতের খাবার নিয়ে নানা অভিযোগ করে থাকেন। এ বছর যাতে সেই অসুবিধা না হয় তার জন্য প্রতিটি জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্য নেওয়া হচ্ছে। বুথের বাইরে যেমন খাবারের ব্যবস্থা থাকবে একই ভাবে ভোট কর্মীরা যেখানে থাকবেন সেখানেও স্বনির্ভর গোষ্ঠীগুলি খাবার সরবরাহ করবে। বাস্তবসম্মত দরেই সেই খাবার পাওয়া যাবে বলে দিব্যেন্দুবাবু জানিয়েছেন। তিনি বলেন, ‘‘ভোট কর্মীরা কোনও কারণে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার যাতে কোনও সমস্যা না হয় সে দিকেও নজর রাখা হয়েছে। ভোট কর্মীদের যেমন প্রাথমিক শুশ্রুষার জন্য একটি করে ‘হেলথ কিট’ দেওয়া হচ্ছে পাশাপাশি জেলা হাসপাতালগুলিতেও বাড়তে শয্যার ব্যবস্থা রাখা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীরা এবং যাঁরা নন অথচ ভোটের কাজে জড়িত তাঁরাও ‘ক্যাস লেস’ ব্যবস্থায় চিকিৎসা পরিষেবা পাবেন।’’ সরকারি এবং যে সমস্ত বেসরকারি হাসপাতালগুলি সরকারি খাতায় নথীভুক্ত রয়েছে সেই সব জায়গায় চিকিৎসা পাওয়া যাবে বলে তিনি জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement