ভোটের আগে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে ফের দিল্লিতে নির্বাচন কমিশনে দরবার করল সিপিএম। মঙ্গলবার দলের তরফে নীলোৎপল বসু মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। তাঁর অভিযোগ, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু সরকার আইন-শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব বলে মন্তব্য করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ ভোট শেষ না হওয়া পর্যন্ত যাবতীয় বিষয় কমিশনের দায়িত্বের মধ্যেই পড়ে।