দেওয়াল-কাজিয়ায় মারধর

ভোট প্রচারের জন্য দেওয়ালের দখল নিয়ে রবিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কলকাতার পাইকপাড়ার গাঙ্গুলিপাড়া লেন। পুলিশি সূত্রের খবর, কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বাম প্রার্থী কনীনিকা ঘোষের পক্ষে এ দিন ওই এলাকার পাঁচ-ছ’জন বাম কর্মী এক়টি দেওয়ালে প্রচার-লিখনের কাজে ব্যস্ত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা:

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০৩:৪৮
Share:

ভোট প্রচারের জন্য দেওয়ালের দখল নিয়ে রবিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কলকাতার পাইকপাড়ার গাঙ্গুলিপাড়া লেন। পুলিশি সূত্রের খবর, কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বাম প্রার্থী কনীনিকা ঘোষের পক্ষে এ দিন ওই এলাকার পাঁচ-ছ’জন বাম কর্মী এক়টি দেওয়ালে প্রচার-লিখনের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম হালদার মোটরবাইকে চড়ে সেখানে এসে তাঁদের ওই দেওয়ালে লিখতে বারণ করেন। বাম কর্মীরা তাঁর নিষেধ না-মানায় তিনি এবং অন্য তৃণমূলকর্মীরা তাঁদের মারধর করেন বলে অভিযোগ। আহত বাম কর্মীরা অভিযোগ দায়ের করেন থানায়।

Advertisement

মারধর কেন?

‘‘কোনও মারপিট হয়নি। ওই দেওয়ালে আমাদেরই দাগ দেওয়া আছে। ঠিক ছিল, পরে আমাদের প্রার্থী মালা সাহার হয়ে সেখানে লেখা হবে। আমাদের ছেলেরা ওদের সেটা বলতে গেলে ওরা বচসা শুরু করে। আমি ওখান দিয়ে যাওয়ার সময় ওদের থামানোর চেষ্টা করি,’’ বলছেন গৌতমবাবু। শাসক দলের নেতার এই দাবি নস্যাৎ করে দিয়ে বাম প্রার্থী কনীনিকাদেবী জানান, তৃণমূলকর্মীরা শীলভদ্র চক্রবর্তী নামে এক বয়স্ক বাম কর্মীকে মাটিতে ফেলে বেদম মেরে তাঁর চশমা ভেঙে দিয়েছে। মার খেয়েছেন শুভাশিস সাহা নামে অন্য এক বাম কর্মীও। তাঁর কথায়, ‘‘দেওয়ালটি যে-দোকানের, তার মালিকের অনুমতি নিয়েই আমরা লিখন শুরু করেছিলাম। কোথাও তৃণমূলের দাগ দেওয়া ছিল না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement