অনীহা ঝেড়ে কলকাতায় প্রচারে নামছেন বুদ্ধ

কলকাতায় ভোটের আগে শেষ পর্যন্ত প্রচারে দেখা যেতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যকে। কলকাতা শহরে প্রথম দফার ভোট ২১ এপ্রিল। কলকাতার উত্তরাংশে প্রচারের শেষ দিনেই দক্ষিণ কলকাতায় প্রচারে নামতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত যা ঠিক আছে, ১৯ এপ্রিল ঢাকুরিয়া থেকে গড়িয়া পর্যন্ত রোড-শো’য় অংশ নেবেন বুদ্ধবাবু। যাদবপুর, কসবা ও টালিগঞ্জের সিপিএম প্রার্থীদের সমর্থনে সে দিন প্রচার করতে পারেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ১৫:২৮
Share:

কলকাতায় ভোটের আগে শেষ পর্যন্ত প্রচারে দেখা যেতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যকে। কলকাতা শহরে প্রথম দফার ভোট ২১ এপ্রিল। কলকাতার উত্তরাংশে প্রচারের শেষ দিনেই দক্ষিণ কলকাতায় প্রচারে নামতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত যা ঠিক আছে, ১৯ এপ্রিল ঢাকুরিয়া থেকে গড়িয়া পর্যন্ত রোড-শো’য় অংশ নেবেন বুদ্ধবাবু। যাদবপুর, কসবা ও টালিগঞ্জের সিপিএম প্রার্থীদের সমর্থনে সে দিন প্রচার করতে পারেন তিনি।

Advertisement

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রচারে চেয়ে আবেদন এসেছে আলিমুদ্দিনে। কিন্তু বুদ্ধবাবু এ বার প্রচারে বেরোতে রাজি হচ্ছিলেন না। দলের মধ্যে নীতি ও কৌশল নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও বাইরে প্রচারে যেতে তাঁর অনীহা ছিল। তবে দলের তরফে সব রকম চেষ্টা চলছিল, অন্তত কলকাতা শহরে গোটাকয়েক কর্মসূচিতে তাঁকে নিয়ে যাওয়ার। সিপিএম সূত্রের খবর, শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতার ওই রোড-শো’য় আপাতত সম্মত হয়েছেন বুদ্ধবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement