ভোটের টুকিটাকি

শো-কজের পরে এ বার সতর্ক করে নির্বাচন কমিশনের চিঠি যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সূত্রের খবর, সম্ভবত মঙ্গলবারই ওই চিঠি পাঠাতে চলেছে কমিশন।

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ০৩:৩১
Share:

মমতাকে হুঁশিয়ারি

Advertisement

শো-কজের পরে এ বার সতর্ক করে নির্বাচন কমিশনের চিঠি যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সূত্রের খবর, সম্ভবত মঙ্গলবারই ওই চিঠি পাঠাতে চলেছে কমিশন। মমতার নিজের কেন্দ্র ভবানীপুরে আগামী শনিবার নির্বাচন। মমতাকে করা শো-কজেরও জবাব এসে গিয়েছে পাঁচ দিন আগেই। তাই দেরি না করে মমতাকে চিঠি পাঠাতে উদ্যোগী হয়েছে কমিশন। বেফাঁস মন্তব্য করা এবং নির্বাচনী আচরণবিধি না মেনে চলা নিয়ে সতর্ক করা হবে তাঁকে।

Advertisement

ইভিএম লুঠ ঠেকাতে গুলি

ছাপ্পা দিতে না পেরে ইভিএম লুঠের চেষ্টা করল কিছু দুষ্কৃতী। গুলি চালিয়ে পরিস্থিতি সামলায় কেন্দ্রীয় বাহিনী। সোমবার সন্দেশখালির রামপুর গ্রামের গাবহাটি প্রাথমিক স্কুলের ১৪৭ নম্বর বুথের ঘটনা। সূত্রের খবর, ইভিএম সুরক্ষিতই আছে। দুষ্কৃতীদের খোঁজ চলছে। প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেলে সাড়ে ৫টা নাগাদ বুথের মধ্যে জোর করে ঢুকে পড়ে জনা কয়েক যুবক। তাদের একজন ইভিএমে ছাপ্পা দেওয়ার চেষ্টা শুরু করে। জওয়ানেরা বাধা দেন। ফাঁকতালে এক যুবক মেশিন তুলে নিয়ে পালানোর চেষ্টা করায় শূন্যে এক রাউন্ড গুলি চালান এক জওয়ান। বুথ ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement