জাল ছবি-কাণ্ডে তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনকে গ্রেফতারের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি।
ডেরেক সাংবাদিক সম্মেলনে এমন একটি ছবি দেখিয়েছিলেন, সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে মিষ্টি খাওয়াচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আসলে ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জায়গায় কারাটের মুখ বসানো হয়েছিল। এর পরেই ডেরেক দুঃখপ্রকাশ করে ওই ছবি দলের ফেসবুক পেজ থেকে সরিয়ে নেন। বিরোধীরা অবশ্য তাতে সন্তুষ্ট হয়নি। বিজেপি লালবাজারে এবং সিপিএম নয়াদিল্লির মন্দির মার্গ থানায় ডেরেকের বিরুদ্ধে এফআইআর
করে। তার পরেও দু’বার বিজেপি নেতৃত্ব লালবাজারে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) দেবাশিস বড়ালের সঙ্গে দেখা করে ডেরেককে গ্রেফতারের দাবি জানান। লালবাজার থেকে বিজেপি-কে মঙ্গলবার চিঠি দিয়ে জানানো হয়েছে, তারা অভিযোগ খতিয়ে দেখছে
এবং আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে। এর পর কোনও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
এই প্রেক্ষিতেই বিজেপি-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বুধবার অভিযোগ করেন, ‘‘পুলিশ আসলে সময় নষ্ট করতে চাইছে। ডেরেক যা করেছেন, তা আইনের চোখে অপরাধ। কিন্তু এফআইআর করা হচ্ছে না কারওর চাপে।’’ জয়প্রকাশবাবুর বক্তব্য, তাঁরা যে হেতু মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একই অভিযোগে জড়িয়েছেন, তাই পুলিশ এফআইআর করতে সাহস পাচ্ছে না। সেই কারণেই ডেরেককে গ্রেফতার করাতে এ বার আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। তৃণমূল সূত্রের বক্তব্য, বিজেপি আদালতে গেলে তখন তারা যা করণীয়, করবে।