জাল ছবি-কাণ্ডে তৃণমূল নেতৃত্বের বক্তব্যের সঙ্গে তাঁদের বাস্তব কাজের মিল নেই বলে অভিযোগ তুলে মঙ্গলবার দ্বিতীয় দফায় লালবাজারের দ্বারস্থ বিজেপি।
সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে মিষ্টি খাওয়াচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ— এই ছবি প্রকাশ করে শনিবার বিতর্কে জড়ান তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ওই ছবিটি আসলে ফোটোশপ করা ছিল। সেই তথ্য প্রকাশ্যে আসতেই দুঃখপ্রকাশ করে ডেরেক জানান, ওই ছবি ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। এর পর বিজেপি নেতৃত্ব লালবাজারে এবং কারাট নয়াদিল্লির মন্দির মার্গ থানায় ডেরেকের বিরুদ্ধে এফআইআর করেন। শিশির বাজোরিয়া, রাজকমল পাঠক এবং জয়প্রকাশ মজুমদার এ দিন ফের লালবাজারে গিয়ে ডেরেকের বিরুদ্ধে নতুন অভিযোগ করেন। তাঁদের বক্তব্য, ওই ফোটোশপ করা ছবি শনিবার মোটেই তুলে নেওয়া হয়নি। এ দিন দুপুরেও ফেসবুকে ওই ছবি ছিল। ওই বক্তব্যের সমর্থনে ফেসবুকের ছবির প্রতিলিপি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দেবাশিস বড়ালের কাছে এ দিন জমা দেন বিজেপি নেতারা। পরে জয়প্রকাশবাবু বলেন, ‘‘মঙ্গলবার দুপুর ১২টা ২৬ মিনিটেও ফেসবুকে ওই ছবি ছিল। বিষয়টি নিয়ে হইচই হওয়ায় তার ঘণ্টাখানেক পরে তা তুলে নেওয়া হয়।’’
যুগ্ম কমিশনার দেবাশিসবাবু বলেন, ‘‘মূল অভিযোগের সঙ্গে ফেসবুকের ওই ছবির প্রতিলিপি জুড়ে দিতে বলেছেন বিজেপির প্রতিনিধিরা।’’ এই ঘটনায় ডেরেকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি দেবাশিসবাবু।