শাস্তির বার্তা কংগ্রেসের

তারা ক্ষমতায় এলে সারদা থেকে নারদে অভিযুক্ত তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে দিন কয়েক আগেই সিপিএমের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলীয় ইস্তাহারে সেই একই অঙ্গীকার এ বার কংগ্রেসেরও। বামেদের সঙ্গে আসন সমঝোতায় আগামী দিনে তারা এ রাজ্যে ক্ষমতায় এলে প্রশাসনিকস্তরে কী কী পদক্ষেপ করবে, তা উল্লেখ করতে গিয়ে কংগ্রেসের প্রতিশ্রুতি, ‘সারদা-সহ অন্যান্য চিটফান্ড দুর্নীতির দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৬ ০৩:৩৮
Share:

ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে ওমপ্রকাশ মিশ্র ও রাজ বব্বর। নিজস্ব চিত্র।

তারা ক্ষমতায় এলে সারদা থেকে নারদে অভিযুক্ত তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে দিন কয়েক আগেই সিপিএমের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলীয় ইস্তাহারে সেই একই অঙ্গীকার এ বার কংগ্রেসেরও। বামেদের সঙ্গে আসন সমঝোতায় আগামী দিনে তারা এ রাজ্যে ক্ষমতায় এলে প্রশাসনিকস্তরে কী কী পদক্ষেপ করবে, তা উল্লেখ করতে গিয়ে কংগ্রেসের প্রতিশ্রুতি, ‘সারদা-সহ অন্যান্য চিটফান্ড দুর্নীতির দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া’। অর্থাৎ মোদী-ভাই ও দিদিভাইয়ের সখ্যে স্তিমিত সারদা-কাণ্ডের তদন্তে ফের গতি আনতে চায় তারা। একই কারণে সারদার সঙ্গে নারদ স্টিং অপারেশনে টাকা নেওয়া তৃণমূল নেতাদের বিরুদ্ধেও তদন্ত করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস।

Advertisement

সিপিএমের মতো কংগ্রেসেরও অভিযোগ, তৃণমূলের প্রতি ‘দুর্বলতায়’ সংসদের এথিক্স কমিটি এখনও অভিযুক্ত তৃণমূল সাংসদদের বিরুদ্ধে তদন্ত শুরু করেনি। একই সঙ্গে প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট কেলেঙ্কারির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। সার্বিক ভাবে দুর্নীতিমুক্তির আশ্বাস দিতে বুধবার বিধানসভা ভোটে
দলীয় ইস্তাহার প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘দুর্নীতিমুক্তি ও দুর্বৃত্তরাজ বন্ধ করতে না পারলে রাজ্যে উন্নয়ন অধরাই থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement