পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করলেন না শেষ পর্যন্ত। তবে বাতিল হয়েছে দু’জনের প্রার্থীপদ। ফলে ৫ মে ওই বিধানসভা কেন্দ্রগুলিতে লড়বেন মোট ১০৩ জন প্রার্থী। জাতীয় নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছিল গত ১১ এপ্রিল। ১৮ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। মঙ্গলবার মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করে দেখা হয়। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন।
জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এ বার মোট ১০৫ টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে তৃণমূল, সিপিএম, সিপিআই, কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, বিজেপি-সহ বিভিন্ন নিবন্ধীকৃত রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা ছিলেন। মঙ্গলবার এক নির্দল এবং এক বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। ওই বিজেপি প্রার্থী অবশ্য দলীয় প্রতীক পাননি শেষ পর্যন্ত। জেলাশাসক অন্তরা আচার্য এ দিন বলেন, ‘‘মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পরে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন কমিশন। এ দিন কোন মনোনয়ন প্রত্যাহার হয়নি।’’ জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের ১৬ জন, বিজেপি’র ১৬, সিপিএমের ৫ জন, সিপিআইয়ের ৫ জন, কংগ্রেসের ২ জন, বহুজন সমাজ পার্টির ৩ জন প্রার্থী রয়েছে। অন্যান্য নিবন্ধীকৃত রাজনৈতিক দলের ৪৪ জন ও ১২ জন নির্দল প্রার্থী রয়েছে।