কংগ্রেস-সিপিএমের জোটকে যে যতই কটাক্ষ করুন, এই জোট সব হিসেব ওলট-পালট করে দেবে। বলছেন বাবুল সুপ্রিয়! আনন্দবাজার ওয়েবসাইটের জন্য অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপি নেতার অকপট স্বীকারোক্তি, শুধু তৃণমূলের জন্য নয়, তাঁর দলের জন্যই খুব কঠিন পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই জোট।
ভোটের বাজারে প্রতিপক্ষকে বড় শক্তি বলার উদারতা রাজনীতিকরা সচরাচর দেখান না। বাবুল সুপ্রিয় কিন্তু ব্যতিক্রমী। বাম-কংগ্রেস জোটের প্রভাব যে প্রবল ভাবে নাড়িয়ে দিয়েছে বাংলার জনমতকে, তা তো মানলেনই। প্রশংসা করলেন সিপিএম ও কংগ্রেসের নেতৃত্বেরও। আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বললেন, ‘‘এটা অস্বীকার করার কোনও উপায় নেই যে কংগ্রেস এবং সিপিএমে বহু পোড় খাওয়া রাজনৈতিক মুখ আছে।’’ এই কথাটা বলে কী ইঙ্গিত দিতে চাইলেন শিল্পী-রাজনীতিক? এ রাজ্যের বিজেপি-তে যাগ্য নেতৃত্বের যে অভার রয়েছে, পরোক্ষে সেটাই কি বুঝিয়ে দিলেন বাবুল?
কেন্দ্রীয় ক্যাবিনেটে নরেন্দ্র মোদীর সহকর্মী বাবুল ভেঙে ভেঙে বাখ্যা করলেন, কেন বাম-কংগ্রেসের জোটই তৃণমূলের আসল প্রতিপক্ষ। কেন বিজেপি নিতে পারবে না সেই জায়গা। বাবুলের কথায়, ‘‘গ্রামে-গঞ্জে একটা ব্যাপার হয়েছে। যে সব ছেলেরা সিন্ডিকেট বা ওই ধরনের সব কারবারের কথা শুনে খুচরো পাপ করে হঠাৎ স্বচ্ছল হয়ে যাওয়ার আশায় দৌড়ে তৃণমূলে গিয়েছিল, তারা যখন ভাগের গুড়টা পায়নি, তখন আবার কেউ সিপিএমে, কেউ অন্য কোনও দলে ফিরে এসেছে। আমরা বিজেপিতে এদের খুব একটা ঢুকতে দিইনি।’’ অর্থাৎ বাবুল প্রকারান্তরে মেনেই নিলেন, তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যাঁরা, তাঁরা জোটের দিকেই ভিড় জমিয়েছেন। এর পর আরও স্পষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য। বললেন, ‘‘আমরা এই জোটকে সুবিধাবাদী বলি বা যা-ই বলি, আসল কথা হল ইলেকশনের সময় সুবিধাবাদী জোটও সমস্ত হিসেবকে ওলট-পালট করে দেয়।’’
দেখুন ভিডিও
আরও পড়ুন...
মরিয়া শাসক, রুখে দেওয়ার মেজাজে জোট
নির্বাচন কমিশনের মুখে জুতো মারতে বললেন তৃণমূল নেতা